সেবার ধরণ |
সেবা |
সেবা প্রদান/প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধা সমূহ
|
|
নাগরিক পর্যায় |
সরকারী পর্যায় |
||
পরিবার পরিকল্পনা ও জন্ম নিয়ত্রন |
|
· মাঠ পর্যায়ে কর্মরত পরিবার কল্যাণ সহকারীদের সাথে নিয়মিত সাক্ষাত হয় না। · হালনাগাদ এবং যথাযথ তথ্য না পাওয়া। · নির্ধারিত সময়ে ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা প্রদানকারীদের সব সময় পাওয়া যায় না। · ছোট পরিবারের জন্য বিশেষ কোন সুবিধা না পাওয়া। |
· মাঠ পর্যায়ে ব্যাপক মাঠ কর্মীর পদ শূন্য থাকায় বাড়ী বাড়ী সেবা যথাযথ ভাবে সম্পাদন করা যায়না। · একজন মাঠকর্মীর কর্ম এলাকায় সক্ষম দম্পতির সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় প্রতিমাসে সকল সঃ দম্পতির সাথে সাক্ষাত সম্ভব হয়না। · বর্তমানে একজন মাঠকর্মী কমিউনিটি ক্লিনিক, ই পি আই কেন্দ্র, সাঃ ক্লিঃ এবং অন্নান্য কাজে বেশী ব্যাস্ত হয়ে পড়ায় বাড়ী পরিদর্শনের সময় অনেক কমে গেছে। · গনমাধ্যমে প্রচার প্রচারণা যথেষ্ঠ নয়। · এক অথবা দুই সন্তান বিশিষ্ট পরিবারের জন্য বিশেষ কোন প্রণোদনার ব্যবস্থা না থাকা।
|
মা ও শিশু স্বাস্থ্য সেবা |
|
|
|
প্রচার/ প্রচারনা |
|
|
|
প্রশিক্ষণ |
|
|
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS